সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভাষাসৈনিক এ কে এম সামসুজ্জোহার ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভাষাসৈনিক এ কে এম সামসুজ্জোহার ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ও স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত এ কে এম সামসুজ্জোহার ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ কে এম সামসুজ্জোহা নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম খান সাহেব ওসমান আলীও ছিলেন ভাষাসৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও এমএনএ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীতেও উঠে এসেছে ভাষা আন্দোলনে ওসমান পরিবারের ত্যাগের কথা। মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের শরণার্থী শিবিরে সামসুজ্জোহা ‘ত্রাণবন্ধু’ নামে পরিচিত ছিলেন। এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন দিনভর নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ ছাড়া মরহুমের মেঝ ছেলে সেলিম ওসমান এমপি ও ছোট ছেলে আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান এমপি চাষাঢ়ার পৈতৃক বাড়ি হীরা মহল ও পার্শ¦বর্তী  মসজিদে বাদ আসর অনুষ্ঠেয় মিলাদ ও দোয়ায় সবাইকে শরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর