সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা
 সংক্ষিপ্ত

অমর একুশে নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, রুটম্যাপ প্রণয়ন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রীয় শহীদ মিনারের ধোয়ামোছা, রং করা ও নিরাপত্তা নিশ্চিতের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে শহীদ মিনারের বেদি ও আশপাশের রাস্তায় আল্পনা আঁকার কাজও। এদিকে, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলনে তিনি এ সহযোগিতা চান। আজিমপুর কবরস্থান ও কেন্দ্রীয় শহীদ মিনারে যাতায়াতের জন্য একটি রুটম্যাপ প্রণয়ন করেছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যা ৭টা থেকে এটি কার্যকর হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর