শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রূপপুর কেন্দ্রের মেশিনারি পণ্য ভারত হয়ে মোংলা বন্দরে

বাগেরহাট প্রতিনিধি

রাশিয়ার সাতটি জাহাজ কোম্পানির ৬৯টি জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারি পণ্য রাশিয়া থেকে ভারতের হলদিয়া বন্দরে খালাসের ট্রানজিট হয়ে এসেছে মোংলা বন্দরে। হলদিয়া বন্দর থেকে ট্রানজিট পণ্য হিসেবে গতকাল ভোরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৯৮৯ প্যাকেজে ১ হাজার ৬৯০ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে বাংলাদেশের  পতাকাবাহী ‘এমভি অপরাজিতা’ জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এমভি অপরাজিতা জাহাজটির শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল বলেন, ৯৮৯ প্যাকেজে ১ হাজার ৬৯০ মেট্রিক টন পণ্য আসে। ৬৯টি জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় এসব পণ্য সরাসরি রাশিয়ার সেন্টপিটাসবার্গ বন্দর থেকে মোংলা বন্দরে আনা যায়নি। রাশিয়া থেকে এসব পণ্য জাহাজে করে হলদিয়া বন্দরে খালাস করা হয়। এরপর ট্রানজিট হিসেবে হলদিয়া বন্দর থেকে মোংলা বন্দরে আনা হয়। গতকাল ভোরে এমভি অপরাজিতা জাহাজটি মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে নোঙর করে। এসব পণ্য খালাসের পর শনিবার সড়কপথে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর