শিরোনাম
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অ্যাজিথ্রোমাইসিন প্রসবকালীন মাতৃমৃত্যু কমায় : গবেষণা

নিজস্ব প্রতিবেদক

স্বাভাবিক প্রসবের সময় অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকের ২ গ্রাম ওরাল ডোজ মায়েদের সেপসিস বা মৃত্যুর ঝুঁকি ৩৩ ভাগ হ্রাস করে। সম্প্রতি আইসিডিডিআরবি, গ্লোবাল নেটওয়ার্ক ফর উইমেনস অ্যান্ড চিলড্রেনস হেলথ রিসার্চের আওতায় একটি বহুদেশীয় গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গতকাল আইসিডিডিআরবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গবেষণাটি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত হয়েছে। গবেষণাটি বাংলাদেশসহ সাতটি দেশের ২৯ হাজার ২৭৮ জন গর্ভবতী নারীর ওপর করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- শরীর কোনো একটি সংক্রমণের বিরুদ্ধে অতিরিক্ত প্রতিক্রিয়াশীল হয়ে উঠলে সেপসিস হয়। তখন মানবদেহের এক বা একাধিক অঙ্গ অকেজো হয় যেতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।

প্রসবকালীন সেপসিস বা মাতৃমৃত্যুর হার অ্যাজিথ্রোমাইসিন ব্যবহারে কমলেও নবজাতকের সেপসিস বা মৃত্যুর ওপর কোনো প্রভাব ফেলে কি না তা জানা যায়নি। গবেষণার বাংলাদেশ সাইটের সহ-নেতৃত্বে ছিলেন ইমেরিটাস সায়েন্টিস্ট ড. রাশিদুল হক এবং আইসিডিডিআরবির অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট এস কে মাসুম বিল্লাহ ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ড. উইলিয়াম পেট্রি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর