বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা
স্মরণসভায় বক্তারা

ভালো নেই শ্রমিকরা, পান না বাঁচার মতো মজুরি

নিজস্ব প্রতিবেদক

শহীদ তাজুল শিখিয়েছেন কীভাবে শ্রমিকদের দাবি আদায় করতে হয়। শ্রমিকরা এখন বাঁচার মতো মজুরি পান না। ভালো নেই শ্রমিকরা। শ্রমিকদের আন্দোলন বেগবান করার জন্য বর্তমানে তাজুলের মতো নেতার প্রয়োজন। গতকাল বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত শহীদ তাজুল দিবস উপলক্ষে স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, সহসভাপতি মাহবুব আলম, মো. আবদুর রাজ্জাক ও ফেকুলাল ঘোষ কমল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, দফতর সম্পাদক সাহিদা পারভীন শিখা, অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, নির্মাণ শ্রমিক নেতা আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, শ্রমিক আন্দোলনে বর্তমান যে সংকট তা উত্তরণের জন্য শহীদ তাজুলের মতো ত্যাগী শ্রমিক নেতার প্রয়োজন। তার আত্মত্যাগ শ্রমিক আন্দোলনের আদর্শ হয়ে থাকবে। বর্তমানে দেশে শ্রমিক কর্মচারীরা পরিবার পরিজনসহ বাঁচার মতো মজুরি পায় না। তারা অবাধ ট্রেড ইউনিয়ন থেকে বঞ্চিত। চাকরি, চাকরির নিশ্চয়তা আজও প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেওয়ার দাবি জানান তারা। গতকাল ১ মার্চ ছিল শহীদ তাজুল দিবস। ১৯৮৪ সালের এই দিনে আদমজী জুট মিলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) আন্দোলনে শ্রমিকদের মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন তাজুল। তিনি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসির) কেন্দ্রীয় নেতা ও আদমজী জুট মিলের শ্রমিক নেতা ছিলেন।

 

সর্বশেষ খবর