রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

শিক্ষার মান সমন্বয় করতে সিলেবাস পরিবর্তন হচ্ছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বহির্বিশ্বের সঙ্গে শিক্ষার মান যাতে সমন্বয় থাকে, সে জন্য সরকার সিলেবাস পরিবর্তন করছে। নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হবে। প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার প্রবৃত্তি পরিবর্তন করা হচ্ছে। এ দেশের সার্টিফিকেট বিদেশে গিয়ে যাতে স্বীকৃতি পায় সরকার শিক্ষার সেই পদ্ধতি প্রবর্তন করছে। গতকাল দুপুরে কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ প্রমুখ।

তিনি আরও বলেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আইনগতভাবে বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া নির্বাচন করতে পারবেন না। সাজা শেষ হওয়ার ন্যূনতম দুই বছর পর তারা নির্বাচন করতে পারবেন। এটা আজকের না, ২০০ বছরের পুরনো আইন। বিএনপি নির্বাচনে জয় লাভ করলে তাদের প্রধানমন্ত্রী কাকে বানাবে? এ ঘোষণা জাতি জানতে চায়। যারা বলতে পারে না কে হবে তাদের প্রধানমন্ত্রী? কে দলের নেতা? তারা কতটুকু দেশের উন্নতি করতে পারবেন। কতটুকু উন্নয়নমূলক কাজ করতে পারবেন বা এ ধারা অব্যাহত রাখতে পারবেন? এটার বিচারের ভাড় জনগণের কাছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর