মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দুর্ঘটনা রোধে মহাপরিকল্পনা নেবে চট্টগ্রাম জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নয় মাসের ব্যবধানে সীতাকুন্ডে দুটি বিস্ফোরণের পর চট্টগ্রামের ভারী ও মাঝারি শিল্প এলাকাগুলোতে দুর্ঘটনা রোধে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই পরিকল্পনা প্রণয়নের জন্য গতকাল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক।

সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়ম করে কেউ     শিল্পকারখানা পরিচালনা করতে পারবে না। নিয়মের মধ্যে থেকেই সবাইকে প্রতিষ্ঠান চালাতে হবে। শ্রমিকের নিরাপত্তা, উদ্যোক্তাদের মূলধনের নিরাপত্তা দুটিকেই গুরুত্ব দিতে হবে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, জেলা পুলিশ, নগর পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি দফতর, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পরিকল্পনা প্রণয়নের জন্য সবার কাছ থেকে মতামত চাওয়া হয়। পরবর্তীতে এসব মতামত পর্যালোচনা করে করণীয় ঠিক করা হবে বলে জানান  জেলা প্রশাসক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর