কুমিল্লার আলোচিত আওয়ামী লীগ নেতা মরহুম অধ্যক্ষ আফজল খানের বড় ছেলে কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান (৪৯) আর নেই। বিষয়টি নিশ্চিত করেন তার বড় বোন কুমিল্লা মহানগরী আওয়ামী লীগের সহসভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। তিনি বলেন, ‘ইমরান তার নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। দুপুর হয়ে যাওয়ায় তাকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। তাকে উদ্ধার করে নগরীর ঝাউতলার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ আঞ্জুম সুলতানা সীমা আরও বলেন, ‘চিকিৎসকদের ধারণা ইমরান ভোররাতে ঘুমের ঘোরে স্ট্রোক করেন।’
এদিকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ইমরানের মৃত্যুর সংবাদে কুমিল্লা জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ নগরবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির সামনে ভিড় করেন নেতা-কর্মীরা। অন্যদিকে রাত ৯টায় কুমিল্লা টাউন হল মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ইতিহাস গবেষক আহসানুল কবীর বলেন, ‘ইমরানের মধ্যে সারল্য ছিল। সত্যটা অকপটে বলতেন। মানুষের সঙ্গে মেশার অসাধারণ গুণ ছিল তাঁর।’
কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, ‘একসঙ্গে পিকনিকে গেলাম। আজ সন্ধ্যায় তাঁর সঙ্গে আমার ঢাকায় মিটিং ছিল। কুমিল্লা জিলা স্কুলের ৯০ ব্যাচের স্নেহভাজন ছোট ভাই বন্ধু মাসুদ পারভেজ খান ইমরান ঘুমের মধ্যে মারা গেছে। এ মুহূর্তে বলার মতো কোনো ভাষা নেই। সে ছিল কুমিল্লা জেলা দলের ক্রিকেটার ও সংগঠক। ইমরানের মৃত্যুতে আমি স্তব্ধ ও শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।’