মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

শবেবরাতে আতশবাজি পটকা নিষিদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

পবিত্র শবেবরাতে আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ ৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবেবরাত উদযাপিত হবে। গতকাল ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পবিত্র শবেবরাতের পবিত্রতা রক্ষায় এবং পবিত্র শবেবরাত অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মহানগর এলাকায় আজ ৭ মার্চ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল (৮ মার্চ) ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর