শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সমন্বয়হীনতায় ব্যাহত হচ্ছে চট্টগ্রামের উন্নয়ন : মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে চট্টগ্রাম নগরের উন্নয়নে চলমান কার্যক্রম ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা, মশার উপদ্রব, যানজটসহ সব সমস্যা সমাধানে বড় বাধা সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব। সিডিএ জলাবদ্ধতা নিরসনসহ যে প্রকল্প করছে তা দ্রুত শেষ না হওয়ায় যানজট বাড়ছে, সঙ্গে প্রকল্পগুলোয় জমে থাকা পানিতে বাড়ছে মশা। ওয়াসা হাটহাজারী সড়কসহ যত্রতত্র খনন করে রাস্তা নষ্ট করে ফেলছে। চসিক উচ্ছেদ অভিযান পরিচালনার পর পুলিশ সেখানে মনিটরিং না করায় তা আবারও দখল হয়ে যাচ্ছে। গতকাল দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের মতামতকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। দিন শুরু হয় সংবাদপত্র পড়ে। কোনো গণমাধ্যম আমার সমালোচনা করলেও আমি সেই সমালোচনা থেকে শিখে নিজেকে উন্নত করার চেষ্টা করি। এমনকি মিডিয়ায় প্রকাশিত অনেক সংবাদের পরিপ্রেক্ষিতে অনেকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি। আমি চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহায়তা চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর