শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

এইচএসসিতে শূন্য পাস করা আট কলেজকে কারণ দর্শানোর নোটিস

নিজস্ব প্রতিবেদক

২০২২ সালে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় একজন শিক্ষার্থীও পাস করেননি এমন আটটি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে আগামী ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গতকাল ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারণ দর্শানোর নোটিস পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে- রাজধানীর সবুজবাগে সেন্ট্রাল আইডিয়াল কলেজ, শাহজাহানপুরে ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজ, মানিকগঞ্জ সদরে আফরোজা রমজান গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইলের ভূঞাপুরের আলোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ, রাজবাড়ীর কালুখালীতে নূর নেছা কলেজ, গোপালগঞ্জের কাশিয়ানী রাতৈল আইডিয়াল কলেজ ও সদরের ডা. দেলোয়ার হোসেন মেমোরিয়াল কলেজ এবং কিশোরগঞ্জের লে. কর্নেল (অব.) করিম ভূইয়া কলেজ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর