রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সুযোগের সমতায় প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থাপনা প্রয়োজন

ওয়াহিদউদ্দিন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

‘মেকিং অ্যা ডিফরেন্স উইথ জাকাত’ প্রতিপাদ্য নিয়ে ঢাকার তেজগাঁও লিংক রোডে আলোকি কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে একাদশ যাকাত ফেয়ার-২০২৩। বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ গতকাল এ ফেয়ার উদ্বোধন করেন। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এ ফেয়ারে ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ও যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন ‘সামাজিক সুরক্ষা নিশ্চিতে যাকাত একটি গুরুত্বপূর্ণ উপাদান। সুযোগের সমতার জন্য প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনা প্রয়োজন। প্রাতিষ্ঠানিকভাবে যাকাত প্রদানকারীদের যদি কর রেয়াত দেওয়া হয় তাহলে আরও বেশি দাতা যাকাত দিতে উদ্বুদ্ধ হবেন। এতে গরিব জনগোষ্ঠী উপকৃত হবে।’ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। সিজেডএম-এর চেয়ারম্যান নিয়াজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে উপস্থিত ছিলেন সাবেক সচিব এএমএম নাসিরউদ্দিন, আরাস্ত খান, প্রফেসর এম মুজাহিদুল ইসলাম,  ইউএনডিপি’র সহকারী আবাসিক প্রতিনিধি সর্দার এম আসাদুজ্জামান প্রমুখ।  সিজেডএম-এর সিইও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন। বিকালে নারীদের নিয়ে ‘সমাজে সালাত ও যাকাত প্রতিষ্ঠায় যাকাতের ভূমিকা’ শীর্ষক একটি বিশেষ সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর