রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রমজানের আগে আলেমদের মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজানের আগে মামুনুল হকসহ আলেমদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী। তিনি বলেন, আলেমদের জেলে কষ্ট দেওয়া হচ্ছে। সম্মানজনকভাবে কোর্টে উঠানো হচ্ছে না। এসব কোনোভাবেই বরদাশত করা যায় না। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গতকাল বাংলাদেশ খেলাফত মজলিস ঘোষিত ১০ দফা বাস্তবায়নে জাতীয় উলামা সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় জাতীয় উলামা সম্মেলনে মাওলানা নূরপুরী আরও বলেন, ‘ব্যাংক থেকে টাকা ডাকাতি হয়। প্রতিটি ক্ষেত্রে চাঁদাবাজি ও দলবাজি চলছে। দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো দেশ। এসব বন্ধ করুন।’ তিনি বলেন, ‘কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলাম বিরোধী পাঠ্যপুস্তক চলতে পারে না।’

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর