শিরোনাম
মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা
চবি প্রশাসন

দুই দিনে সরে দাঁড়ালেন ১৯ জন শিক্ষক

চবি প্রতিনিধি

দুই দিনে সরে দাঁড়ালেন ১৯ জন শিক্ষক

ব্যক্তিগত কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক পদ থেকে আরও তিনজন পদত্যাগ করেছেন। গতকাল দুপুরে চবির রেজিস্ট্রারের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, চারটি প্রশাসনিক পদ থেকে তিনজন পদত্যাগ করেছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ চেয়েছেন। তারা পাঁচটি প্রশাসনিক পদে ছিলেন। পদত্যাগকারীরা হলেন- পরিবহন দফতরের প্রশাসক ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি দুটি পদ থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুব ও অতীশ দীপঙ্কার হলের প্রভোস্ট ড. সুমন বড়ুয়াও পদত্যাগ করেছেন। এর আগে গত রবিবার প্রথম দফায় ১৮টি     প্রশাসনিক পদের ১৬ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় উপাচার্যের সঙ্গে দ্বন্দ্বের জেরে     তারা পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে উপাচার্য ড. শিরীন আক্তারের      সঙ্গে ওই শিক্ষকদের বিরোধ চলছিল। যাদের   সবাই এই উপাচার্যের সময়কালেই প্রশাসনিক বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন। উপাচার্যের   সিদ্ধান্তে আত্মীয়স্বজনের হস্তক্ষেপ, সিন্ডিকেট সদস্যের প্রভাব বিস্তারসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের দ্বিমত ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর