মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা ফাউন্ডেশনের ৬৫তম সুদমুক্ত ঋণ বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বসুন্ধরা ফাউন্ডেশনের ৬৫তম সুদমুক্ত ঋণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা ফাউন্ডেশন ৬৫তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করেছে। সারা বিশ্বে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ে। এ অবস্থাতেও বসুন্ধরা গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান বসুন্ধরা ফাউন্ডেশন সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা ফাউন্ডেশন ঋণ বিতরণ করে যাচ্ছে। গতকাল বসুন্ধরা ফাউন্ডেশনের ৬৫তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী। বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, বাঞ্ছারামপুর অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক মো. আখলাকুর রহমান, বাঞ্ছারামপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. চাঁন মিয়া সরকার, বসুন্ধরা ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

২০০৫ সাল থেকে অদ্যাবধি ৩২ স্কিমের মাধ্যমে এই ঋণের টাকা বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। গতকাল ৭০০ ঋণগ্রহীতার মাঝে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে সর্বমোট ১ কোটি ৫ লাখ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে নতুন ৪১৪ জন এবং পুরাতন ২৮৬ জন ছিল। বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর