মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে কাভার্ড ভ্যান চাপায় নিরাপত্তাকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তান এলাকায় হানিফ ফ্লাইওভারের ওপর কাভার্ডভ্যানের চাপায় মো. শাহাবউদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তিনি এলিট সিকিউরিটি সার্ভিস লিমিটেডের হানিফ ফ্লাইওভারের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ ও চালক ইকবালকে আটক করা হয়েছে। অন্যদিকে শাহবাগ ধানাধীন হাই কোর্টের সামনের রাস্তা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। তার বয়স আনুমানিক (৪৫) বছর। কাভার্ডভ্যান চাপায় নিহতের সহকর্মী সাজ্জাদুল ইসলাম বলেন, হানিফ ফ্লাইওভারে গুলিস্তানের টোলপ্লাজা পার হয়ে চানখারপুলের আগের টোল প্লাজার সামনে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়েছে, চালক ইকবালকে আটক করে ওয়ারী থানায় দেওয়া হয়েছে। শাহাবুদ্দীনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বেলিবাজার রাম বেলিতে। তিনি ওই গ্রামের বিতু মিয়ার ছেলে। ঢাকার কাপ্তানবাজার এলাকায় থাকতেন। অজ্ঞাত লাশের বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, লোকটি ওই এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। অসুস্থ অবস্থায় পড়ে থেকে মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর