মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সাত জেলায় কোটি কোটি টাকা প্রতারণা রিমান্ডে চক্রের প্রধানসহ তিন প্রতারক

বাগেরহাট প্রতিনিধি

সাত জেলায় কোটি কোটি টাকা প্রতারণা রিমান্ডে চক্রের প্রধানসহ তিন প্রতারক

ভুয়া তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান খুলে কয়লা বিক্রির নামে প্রতারণা করে নারায়ণগঞ্জ, বাগেরহাটসহ সাতটি জেলার ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অপরাধে গ্রেফতারকৃত প্রতারক চক্রের মূল হোতা মো. আবদুল আলী ফকিরসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গতকাল দুপুরে রিমান্ড আবেদনের শুনানি শেষে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. খোকন হোসেন প্রতারক চক্রের মূল হোতা মো. আবদুুল আলী ফকিরকে তিন দিন, অন্য দুই প্রতারক মো. আরিফ ও মো. হারুন হাওলাদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ব্যবসায়ী এ কে এম আজিজুল ইসলামের ৮০ লাখ টাকা উদ্ধারসহ মামলাটির অধিকতর তদন্তের জন্য আলোচিত এই মামলার তদন্ত কর্মকর্তা রামপাল থানার এসআই শেখর চন্দ্র বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের রিমান্ডের আবেদন জানান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর