মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ট্রেড ইউনিয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

নারী শ্রমিকদের অধিকার রক্ষায় ট্রেড ইউনিয়নে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল আইএলওর সহযোগিতায় ওয়ার্কার্স রিসোর্স সেন্টার (ডব্লিউআরসি) সম্পাদিত নতুন স্বাভাবিক পরিস্থিতিতে বাংলাদেশে জেন্ডার সংবেদনশীল ট্রেড ইউনিয়ন সংগঠন এবং নারীর অংশগ্রহণে কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে সমস্যা চিহ্নিতকরণ এবং কৌশলগত উপায় অনুসন্ধান শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়। রাজধানীর চেম্বার ভবনের বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন মিলনায়তনে ডব্লিউআরসির চেয়ারম্যান মীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক ড. হামিদা হোসেন। গবেষণাপত্র উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইএলও বাংলাদেশ অফিসের প্রোগ্রাম অফিসার জামিল আনসার এবং লেবার রাইটস জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদভুক্ত ট্রেড ইউনিয়নের নেতারা। গবেষণায় করোনাকালে নারী শ্রমিকদের দুর্ভোগ এবং করোনা পরবর্তীকালে শ্রম ক্ষেত্রে নারী শ্রমিকদের অবস্থা তুলে ধরা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর