শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ভুয়া নথিতে গ্রাহকদের অর্ধ কোটি টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ভুয়া নথি বানিয়ে গ্রাহকদের অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে র‌্যানকন অটোস লিমিটেডের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত জোবায়ের সেলিম শুভ নগরের অক্সিজেন মোড়ে প্রতিষ্ঠানটির রিকভারি অফিসার হিসেবে কাজ করতেন।

জোবায়ের থ্রি-এস সেন্টারের গাড়ি বিক্রয়, গ্রাহকদের কাছ থেকে বুকিং মানি, ডাউন-পেমেন্ট ও কিস্তির টাকা সংগ্রহ করতেন। এ সুযোগ কাজে লাগিয়ে গাড়ির মূল্য ও কিস্তির টাকা নিয়ে গ্রাহকদের কাছে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অসংখ্য ভুয়া রশিদ, ভুয়া গ্রাহক ফরম, কোম্পানির ভুয়া অনাপত্তিপত্রসহ বিভিন্ন নথি তৈরি করে প্রতারণা ও টাকা আত্মসাৎ করেছেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান বলেন, এ ব্যাপারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এক কর্মকর্তা মামলাটি তদন্ত করছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর