শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা
ইসলামিক ফাউন্ডেশনের সভা

বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত মানুষের সাহসী কণ্ঠস্বর

নিজস্ব প্রতিবেদক

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের নির্যাতিত ও মুক্তিকামী মানুষের সাহসী কণ্ঠস্বর। তিনি শুধু বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের নেতা ছিলেন না, সারা বিশ্বের বঞ্চিত ও নিপীড়িত গণমানুষের নেতাও ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে গতকাল রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা হজ অফিসের পরিচালক (যুগ্ম সচিব) মো. সাইফুল ইসলাম। ইসলামিক ফাউন্ডেশনের ঢাকা বিভাগের পরিচালক একেএম ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের নেতা। শিশু বেলায় তিনি খেলাধুলা থেকে শুরু করে পড়ালেখা অবস্থায় অন্য শিশুদের সঙ্গে মিলেমিশে চলতেন। বঙ্গবন্ধু বুঝতেন মানুষ কী চায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর