সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশে আইসিটি খাতে বিপ্লব ঘটে গেছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বাংলাদেশে আইসিটি খাতে বিপ্লব ঘটে গেছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ (আইসিটি) খাতে বাংলাদেশে একটি বিপ্লব ঘটে গেছে। বর্তমানে এই সেক্টর থেকে দেশের আয় দেড় বিলিয়ন ডলার। ২০২৫ সালের মধ্যে এটিকে ৫ বিলিয়নে নেওয়ার পরিকল্পনা করেছেন ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়। গতকাল রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইসিটিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য আয়োজিত স্মার্ট কর্মসংস্থান মেলায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মেলা উদ্বোধন করে স্পিকার বলেন, স্মার্ট কর্মসংস্থান মেলা নবদিগন্তের উন্মোচন করবে। মেলায় তথ্য, প্রযুক্তি ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ফ্রিল্যান্সিং ও ই-কমার্সের প্রসার ঘটিয়ে দেশ থেকে বেকারত্বের অবসান ঘটাতে বদ্ধপরিকর আওয়ামী লীগ সরকার। জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে কাজী তারানা ও হারুনুর রশিদের সঞ্চালনায় রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি নূর মোহাম্মদ ম ল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ফ্রিল্যান্সিংয়ে সাফল্যের গল্প শোনান ফ্রিল্যান্সার উদ্যোক্তা নুর তাজকিয়া, মেহেদী হাসান, সুলতানা বেগম ও আরিফুজ্জামান মুন। এ ছাড়া ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা অর্জন করায় ১০ জনকে ল্যাপটপ এবং ২০ স্মার্ট নারীর প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক উপহার দেওয়া হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর