সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির আউটার স্টেডিয়ামে অভিযান চালিয়ে মাঠ দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল দুপুর ১২টার দিকে এক অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এ মং মারমা। নু এ মং মারমা বলেন, এটি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মাঠ। কিছু লোক অবৈধ দখল করে ব্যবসা করছে। নগরবাসী দীর্ঘদিন এসব স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে আসছিল। এর প্রেক্ষিতে মাঠ রক্ষায় অভিযান চালানো হয়েছে। সব স্থাপনা উচ্ছেদ করে খেলার জন্য এ মাঠ উন্মুক্ত করে দেওয়া হবে। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আউটার স্টেডিয়ামের যে মাঠ রয়েছে সেটি আমরা সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ার দিয়ে পরিমাপ করেছি। মাঠের নির্দিষ্ট অংশ লাল দাগ চিহ্নিত করে খুঁটি দিয়ে দাগের বাইরের স্থাপনা সরানোর সময় দেওয়া হয়েছিল। না সরানোয় উচ্ছেদ করা হয়েছে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর