সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ভারত-বাংলাদেশ সীমান্তে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করল বিএসএফ

কলকাতা প্রতিনিধি

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের উত্তর চব্বিশপরগনা জেলার পেট্রাপোল সুসংহত চেকপোস্ট (আইসিপি) থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ একটি ট্রাকের ভিতর থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করে তারা। আটক করা হয় ট্রাকচালককে। বিশ্বস্ত সূত্রে সীমান্তে কর্তব্যরত জওয়ানরা জানতে পারেন এক ট্রাকচালক পেট্রাপোল সুসংহত চেকপোস্ট (আইসিপি) হয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করছেন। এর পরই বিএসএফ কর্মকর্তাদের নির্দেশে জওয়ানদের নিয়ে একটি অনুসন্ধান দল গঠন করা হয়। এর কিছুক্ষণ পর এক সন্দেহভাজন বাংলাদেশি ট্রাক পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। স্বাভাবিকভাবেই ওই ট্রাকটিকে থামিয়ে তাতে তল্লাশি অভিযান চালান বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা। সন্দেহজনক ওই ট্রাকে করে বাংলাদেশ থেকে ভারতে মাছ আনা হচ্ছিল। ট্রাকে তল্লাশি করে মাছের বাক্সের নিচ থেকে প্লাস্টিকের কাগজ দিয়ে মোড়ানো একটি থার্মোকলের বাক্স উদ্ধার করা হয়, যার ভিতর থরে থরে সাজানো ছিল ৪০টি স্বর্ণের বার। জব্দকৃত স্বর্ণের ওজন ৪ হাজার ৬৬৭ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭৮ লাখ ৫৭ হাজার ৫৬১ রুপি বা ৩ কোটি ১৪ লাখ ৭৯ বাংলাদেশি টাকা। গ্রেফতার পাচারকারীর নাম সুশঙ্কর দাস। তার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়।

জিজ্ঞাসাবাদে ওই ট্রাকচালক জানান, তিনি ১৫ বছর ধরে ট্রাক চালাচ্ছেন। প্রাথমিক তদন্তের পর জব্দকৃত স্বর্ণের বার ও ট্রাকসহ আটক অভিযুক্ত পাচারকারীকে ভারতীয় কাস্টম অফিস পেট্রাপোলের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর