মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে ২২ বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আওতায় থাকছে ২২টি বিশ্ববিদ্যালয়। গতকাল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত বছরও দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি ধারার বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়। ইউজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষা প্রক্রিয়া সহজ ও শিক্ষার্থীবান্ধব করা এবং এবারের গুচ্ছ ভর্তি যেন অনন্য হয় সে বিষয়ে আয়োজকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহকে দ্রুত ভর্তি পরীক্ষা গ্রহণ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরুর নির্দেশনা দিয়েছে ইউজিসি। আরও জানানো হয়, আগামী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একটি অভিন্ন ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ ও প্রফেসর ড. মো. আবু তাহের, গুচ্ছভুক্ত ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর