মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে রাষ্ট্র নির্বিকার : রব

নিজস্ব প্রতিবেদক

সরকারের অবহেলার কারণে সড়কনৈরাজ্যে প্রতিনিয়ত অসংখ্য মানুষের মৃত্যু ঘটলেও রাষ্ট্রের নির্লিপ্ততার এবং অগ্রহণযোগ্য পন্থার সমালোচনা করেছেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তারা বলেছেন, সরকার যদি লাইসেন্সবিহীন অদক্ষ চালক এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতো তাহলে অসংখ্য মানুষের প্রাণ যেত না। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেএসডির এই দুই নেতা বলেন, প্রতিদিন দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে, কত পরিবারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাচ্ছে এবং কত সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। এরপরও সরকার দুর্ঘটনা রোধে ন্যূনতম কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার। বরং লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ি প্রতিনিয়ত পুলিশ বা সড়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনে দিয়ে চলাচল করছে। ফলে প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে সড়ক নিরাপদ করতে সরকারের কোনো আগ্রহ নেই শুধু এরই প্রমাণ হয় না বরং সরকারের অস্তিত্ব সন্দিহান হয়ে পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর