বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাজারে এসেছে ৬০০ গ্রেডের রড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ বাজারে এনেছে ৬০০ গ্রেড উচ্চ ক্ষমতাসম্পন্ন রড। সোমবার রাতে নগরীর একটি হোটেলে এ ঘোষণা দেওয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। অনুষ্ঠানে পদ্মা সেতু প্রকল্পের টেকনিক্যাল টিম প্রধান প্রফেসর ড. শামীম জেড বসুনিয়া বলেন, ৬০০ গ্রেডের রড বাজারে এনে জিপিএইচ ইস্পাত দেশের অবকাঠামোগত খাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এ রড ব্যবহারের মাধ্যমে ভবন নির্মাণে কলাম সেকশনের সাইজ কমবে। ফ্লোর জায়গা বাড়বে। স্থায়ী এবং ক্রণিক ভার বহনের সক্ষমতা বেশি হবে। জিপিএইচ-এর উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো মাসুদ বলেন, গুণগত মানের সঙ্গে জিপিএইচ কখনো আপস করে না। জিপিএইচ ইস্পাতের রয়েছে একটি দক্ষ এবং স্বয়ংসম্পূর্ণ গবেষণা ও উন্নয়ন টিম।

জিপিএইচ-এর চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বুয়েট গবেষণা করে ৬০০ গ্রেড রড আবিষ্কার করেছে। গবেষণার জন্য আমরা অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে সহযোগিতা করতে চাই। এতে নতুন প্রযুক্তি উদ্ভাবিত হবে। দেশও সমৃদ্ধ হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর