বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

খুলনায় ইউ ক্যাবল টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে বিটিআরসি-র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় অবৈধভাবে বিদেশি পে চ্যানেল সম্প্রচার ও ডিটিএইচ সেবা প্রদান করায় ইউ ক্যাবল টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও খুলনা র‌্যাব-৬। গতকাল খুলনার শিববাড়ি মোড়ে খান টাওয়ারে অভিযানকালে অবৈধ ডিজিটাল স্যাটেলাইট রিসিভার (সেট টপ বক্স) ৩৮টি, টিভি সম্প্রচার কাজে ব্যবহৃত এলএনবি ১৩টি, ওয়াইফাই ডোংলি ২৯টি ও একটি আইআরডি জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা জাকির  হোসেন জুয়েল ও কর্মচারী মো. রাজুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ইউ ক্যাবল টিভি নেটওয়ার্কের মালিক শেখ শফিউদ্দিন হাফিজসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. আমান উল্লাহ জানান, ডিটিএইচ সেবা দিতে গেলে বিটিআরসি থেকে অনুমোদন ও লাইসেন্স নিতে হয়। ডিটিএইচ সেবা সংশ্লিষ্ট প্রতিটি ইক্যুপমেন্ট ও ডিভাইস আনার জন্য আলাদা এনওসি প্রয়োজন হয়। এক্ষেত্রে অবৈধভাবে যন্ত্রাংশ ব্যবহারে সরকার বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। র‌্যাবের স্পেশাল কোম্পানি কমান্ডার মো. সরোয়ার হোসেন বলেন, বেআইনি বিদেশি পে চ্যানেল সম্প্রচার করার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

 অভিযানে দেখা গেছে ৪০ থেকে ৪৫টি চ্যানেলের মধ্যে আটটি চ্যানেলের লাইসেন্স রয়েছে বাকিগুলোর লাইসেন্স নেই।

সর্বশেষ খবর