বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দেড় লাখ টাকায় কর্মী যাবে জাপান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে একজন কর্মীর জাপানে যেতে খরচ হবে ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ ব্যয় নির্ধারণ করা হয়েছে। গতকাল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, সরকারিভাবে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় গতিশীলতা ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে এ ব্যয় নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ থেকে জাপানে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় গতিশীলতা এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সিলেকশন-পূর্ববর্তী প্রশিক্ষণ এবং সিলেকশন-পরবর্তী ব্যবস্থাপনা ব্যয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকার মধ্যে জাপানিজ ভাষা প্রশিক্ষণ বাবদ ৪০ হাজার, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ বাবদ ৪০ হাজার, স্বাস্থ্য পরীক্ষা বাবদ ৮ হাজার, পাসপোর্ট ও প্রসেসিং বাবদ ১২ হাজার, দরখাস্ত ও সব ডকুমেন্ট বাবদ ৪০ হাজার, কল্যাণ বাবদ সাড়ে ৩ হাজার এবং নিবন্ধন ও অন্যান্য ফি বাবদ ৫ হাজার টাকা ধরা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর