শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে প্রশাসন

এবার খুলনায় রমজানের শুরু থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন। গত দুই দিনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর খুলনার বড় বাজার মুজগুন্নিসহ বিভিন্ন বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনও বাজার নিয়ন্ত্রণে মাঠে রয়েছে। খুলনা চেম্বার অব কমার্স দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্যে ভেজাল বা ওজনে কম দেওয়া প্রতিরোধে ১৪টি কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা এরই মধ্যে নগরীর ২২টি বাজার মনিটরিং শুরু করেছেন। জানা যায়, খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিক্রি করার সময় মেমো না দেওয়ায় বড় বাজার এলাকায় গতকাল ফল বিক্রির আড়ত ‘মা বাণিজ্য ভান্ডার’কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ ছাড়া ইফতারি পণ্যের জন্য বিএসটিআই অনুমোদন ছাড়া বিভিন্ন সফট ড্রিংক পাউডার (শরবতের উপকরণ), গুঁড়ো দুধ, মালাই চা, টেস্টি মসলা বাজারজাত করায় শারমীন ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা ও সাকিব এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে শারমীন ফুড প্রোডাক্ট ঢাকা লালবাগের ঠিকানা ‘শাহী ব্র্যান্ড’-এর মোড়ক দিয়ে মানহীন পণ্য বিক্রি করছে। ছোট প্যাকেটে থাকা এসব সফট ড্রিংক পাউডার, টেস্টি মসলা খেয়ে শিশুসহ সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, খুলনার বিভাগীয় উপপরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, রমজানের শুরুতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও অভিযান চলবে। মাঠপর্যায়ে কর্মকর্তাদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ছোলা, চিনি ভোজ্য তেল, ডাল, খেজুর, মসলা, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে অভিযান চলছে। প্রতিবারের মতো ক্রেতারা শুরুতেই একসঙ্গে সব পণ্য বেশি বেশি কেনায় আগ্রহী না হওয়ায় দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। অন্যদিকে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্যে ভেজাল বা ওজনে কম দেওয়া প্রতিরোধে খুলনা চেম্বার অব কমার্সের ১৪টি কমিটি বাজার মনিটরিং শুরু করেছে। প্রতিষ্ঠানের সভাপতি কাজী আমিনুল হক জানান, চলতি মাসে সব বাজার কমিটি, আমদানিকারক, প্রবীণ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজারের প্রতিটি দোকানের সামনে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, বাড়তি দামে পণ্য বিক্রি না করা, মেমো ছাড়া পণ্য ক্রয় বিক্রি না করা, ভেজাল বা ওজনে কম না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বাজারগুলোতে নির্দেশনা প্রতিপালন হচ্ছে কি-না তা তদারকি করতে কমিটি গঠন করা হয়েছে। নির্দেশনা না মানলে ওই ব্যবসায়ীকে সতর্ক করা হবে ও জেলা প্রশাসনকে জানানো হবে।

পরবর্তীতে জেলা প্রশাসন বা ভোক্তা অধিকার অধিদফতর অভিযান চালালে তাদের সহযোগিতা করবে কমিটি।

সর্বশেষ খবর