শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নোট-গাইড চলবে না, তাই নতুন শিক্ষাক্রমের বিরোধিতা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম চালু হলে নোট-গাইডের ব্যবসা বন্ধ হবে, ক্ষতিগ্রস্ত হবে কোচিং ব্যবসাও। এ জন্য কেউ কেউ নতুন শিক্ষাক্রমের বিরোধিতা করছেন। ভিতর থেকেও বিরোধিতা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা সেটিও লক্ষ্য রাখছি। গতকাল বিকালে রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। একটা নতুন শিক্ষাক্রম চালু করতে অনেক কিছু করতে হয়। সেখানে কিছু ঘাটতি থাকতে পারে, কিছু সমস্যা থাকতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. রিয়াজ উদ্দীন রিয়াজ।

সর্বশেষ খবর