শিরোনাম
শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সোনার দাম বাড়ল ভরিতে ১১৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে। আজ থেকে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৯৭ হাজার ৬২৮ টাকা। গতকাল অলংকার তৈরির এ ধাতুর দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুস নির্ধারিত মূল্য তালিকায় দেখা যায়, এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৯৩ হাজার ১৯৫ টাকা। দাম বাড়ানো হয়েছে ১ হাজার ১০৮ টাকা। আজ থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭৯ হাজার ৮৯৮ টাকা। ভরিতে দাম বেড়েছে ৯৩৪ টাকা। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৬ হাজার ৫৪৩ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ৭৫৮ টাকা। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম রয়েছে ১ হাজার ৬৩৩ টাকা। ১৮ ক্যারেটের ভরির দাম পড়বে ১ হাজার ৪০০ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি রূপার দাম রয়েছে ১ হাজার ৫০ টাকা।

সর্বশেষ খবর