শিরোনাম
শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সাংস্কৃতিক প্রতিবেদক

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠান করা হয়।

জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের সভাপত্বিতে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। জাতির পিতা, তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মহীউদ্দীন খান আলমগীর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখিয়েছিলেন এই স্বাধীন বাংলাদেশের। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শে দেশের সর্বোচ্চ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে কথাসাহিত্যিক শেখ শাহ আলমের ‘দুর্গম পথের নির্ভীক যাত্রী শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

সর্বশেষ খবর