সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

স্বাধীনতার রঙে মুখরিত সাংস্কৃতিক অঙ্গন

সাংস্কৃতিক প্রতিবেদক

গতকাল সাংস্কৃতিক অঙ্গনেও উপচে পড়েছিল স্বাধীনতা দিবস উদযাপনের ঢেউ। ছায়ানট : গান, আবৃত্তি ও তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট। ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। শিল্পকলা একাডেমি : জাতীয় স্মৃতিসৌধে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি অনুষ্ঠান ও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করেছে শিল্পকলা একাডেমি। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট : আলোচনা ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে স্বাধীনতার ৫২তম বার্ষিকী উদযাপন করেছে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। বিকালে তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। শিশু একাডেমি : স্বাধীনতা দিবস উদযাপনে শত শিশুশিল্পী নিয়ে ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি পরিবেশনের আয়োজন করে শিশু একাডেমি।

শত শিশুশিল্পীর সঙ্গে এ আয়োজনে আরও ছিলেন পার্থ বড়ুয়া ও নিশিতা বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম ও মহাপরিচালক ছড়াকার আনজীর লিটন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর