সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ঢাকার চোরাই মোবাইল বিক্রি হচ্ছে গ্রামেগঞ্জে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার চোরাই মোবাইল বিক্রি হচ্ছে গ্রামেগঞ্জে

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোবাইল ও ল্যাপটপ বিক্রি করা হচ্ছে গ্রাম-গঞ্জে। ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব চোরাই পণ্য পৌঁছে যাচ্ছে গ্রাহক পর্যায়ে। এসব পণ্য কিনে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। সংঘবদ্ধ চোর চক্রটি একটি নেটওয়ার্কের মাধ্যমে ঢাকা থেকে চোরাই পণ্য সরবরাহ করছে বলে জানিয়েছে পুলিশ। একটি মামলার তদন্ত করতে গিয়ে এমন একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- নুর ইসলাম ও আবু বরকত মিশকাত। গত তিন দিন ঢাকার বিভিন্ন এলাকাসহ কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই চারটি আইফোন, ৩৮টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। গতকাল রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ। তিনি বলেন, ২৭ মার্চ ভোরে কলাবাগান থানার ক্রিসেন্ট রোড-২-এর একটি ফ্ল্যাটের ষষ্ঠ তলা থেকে চারটি আইফোনসহ নগদ ১ লাখ ৫৬ হাজার টাকা চুরি হয়। ৫ লাখ ৬১ হাজার টাকা মূল্যের চুরি হওয়া মোবাইল উদ্ধারে কলাবাগান থানায় মামলা করা হয়। ওই ঘটনার তদন্তের বিষয়ে তিনি বলেন, কলাবাগান থানার অভিযানকারী একটি দল তদন্ত শুরু করে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান, নাম-ঠিকানা ও মোবাইল নম্বর শনাক্ত করতে সক্ষম হয়। পরে ২৯ থেকে ৩১ মার্চ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও ল্যাপটপ উদ্ধারসহ ঢাকা ও কক্সবাজারের চকরিয়া থানা থেকে দুজনকে গ্রেফতার করে। তারা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। এরা পরস্পর যোগসাজশে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন, ল্যাপটপ চুরি করে অন্য সহযোগীর মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠাতেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর