সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সূচক ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

দরপতন থেকে বের হয়ে শেয়ারবাজার সূচক এখন ঊর্ধ্বমুখী। গতকাল সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের সঙ্গে বেড়েছে বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার দাম। সেই সঙ্গে ডিএসইতে ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। লেনদেন শেষে ডিএসইতে ৮৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ৪৬টির এবং ১৯৫টির দাম অপরিবর্তিত রয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৭ পয়েন্টে উঠে এসেছে। মূল্যসূচক বাড়লেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অবশ্য এরপরও লেনদেন ৫০০ কোটি টাকার ওপরে হয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৮৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৬৬ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ১৩৫ কোটি টাকা। লেনদেনের শীর্ষে ছিল জেনেক্স ইনফোসিসের শেয়ার। টাকার অঙ্কে কোম্পানিটির ৩৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৩ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর