বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রংপুরে ভিজিএফের চাল বরাদ্দ বাড়েনি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আর কদিন পরে ঈদুল ফিতর। প্রতি ঈদে নিম্নআয়ের দরিদ্র মানুষের ভরসা ভিজিএফের চাল। এবার রংপুরের আট উপজেলা ও তিন পৌরসভায় ভিজিএফের চালের বরাদ্দ বাড়েনি। বরাদ্দ এসেছে ২ লাখ ৮৬ হাজার  ৬৪৭ জনের। গত বছরও এ বরাদ্দ ছিল। তবে এর আগের বছর ২০২১ সালে রংপুরে বরাদ্দ ছিল ৪ লাখ ২২ হাজার ৯১৫ জনের। অপরদিকে রংপুর সিটি করপোরেশনের হতদরিদ্রদের জন্য ভিজিএফের কোনো প্রকার বরাদ্দ আসেনি। সিটিতে ভিজিএফ চাল না আসায় সিটির হতদরিদ্র মানুষ হতাশ।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, রংপুরের আট উপজেলায় ২ লাখ ৭৮ হাজার ৮৮৫ জনের এবং তিনটি পৌরসভায় ভিজিএফ চাল বরাদ্দ এসেছে ৭ হাজার ৭০২ জনের। ভিজিএফ কার্ডধারী পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়ে থাকে। ত্রাণ অফিস সূত্রমতে, গত ২ এপ্রিল ভিজিএফের চাল জেলা অফিসে এসেছে। এ চাল উপজেলা ও পৌরসভা পর্যায়ে পাঠানা হচ্ছে। খুব দ্রুত এর বিতরণ শুরু হবে। এর আগের বছরগুলোতে ঈদের সময় সিটি করপোরেশন এলাকার হতদরিদ্রদের ভিজিএফ চাল বিতরণ করা হতো। কিন্তু সিটি করপোরেশনে ভিজিএফের চালের কোনো বরাদ্দ না আসায় হতদরিদ্র্য পরিবার হতাশ। সিটিতে ভিজিএফের বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করছেন রংপুরের সচেতন মহল। জেলা পুনর্বাসন ও ত্রাণ কর্মকর্তা মোতাহার হোসেন জানান, গত বছর যে বরাদ্দ ছিল এবারও তাই এসেছে। সিটি করপোরেশন এলাকায় এখন পর্যন্ত ভিজিএফের কোনো বরাদ্দ আসেনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর