বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

অগ্নিকান্ডে জড়িতদের চিহ্নিত করুন : সাকী

নিজস্ব প্রতিবেদক

অগ্নিকান্ডে জড়িতদের চিহ্নিত করুন : সাকী

বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় অবহেলা ও অব্যবস্থাপনার বিষয় ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন। গতকাল এক বিবৃতিতে দলটির নেতারা বলেছেন, কারও অবহেলা ও অব্যবস্থাপনার কারণে ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল গতকাল বিবৃতিতে বঙ্গবাজারের অগ্নিকান্ডের ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন। তারা বলেন, অতীতেও বিভিন্ন জায়গায় এ ধরনের অনেক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সে সব ঘটনার তদন্ত করে প্রতিকারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সে কারণে বাজার, কারখানা কিংবা ভবনে অগ্নিকা- নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গণসংহতি আন্দোলনের নেতারা উল্লেখ করেন, বঙ্গবাজার, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেটে প্রায় ৩ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানকর্মী ঈদের আগে নিঃস্ব হয়ে গেছেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর