শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

চিনির দাম কমল কেজিতে ৩ টাকা

নিজস্ব প্রতিবেদক

অবশেষে রমজানের মাঝামাঝি সময়ে এসে চিনির দাম সমন্বয় করেছে সরকার। খোলা চিনি প্রতি কেজিতে ৩ টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্যাকেট চিনির দাম প্রতি কেজি ১০৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আগামী ৮ এপ্রিল থেকে কার্যকর হবে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, খুচরা পর্যায়ে কেজিতে ৩ টাকা কমেছে খোলা ও প্যাকেটজাত চিনি। প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে ১০৪ টাকায়। আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে প্রতি কেজি ১০৯ টাকায়। গত ২৬ জানুয়ারি বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ) প্রতি কেজি চিনির দাম ৫ টাকা বাড়িয়ে খোলা চিনির দাম কেজি ১০৭ টাকা আর প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজি ১১২ টাকা নির্ধারণ করে। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর