শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বিলের সংশোধনীতে স্বাধীনতা হারাচ্ছে পিপিপি কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক

সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) বিল-২০২৩ গতকাল সংসদে উত্থাপন করা হয়েছে। বিলে আনা সংশোধনীতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ ও কার‌্যাবলি সম্পাদনে স্বাধীনতা হারাচ্ছে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কর্তৃপক্ষ। বিলে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগে পিপিপি বোর্ড অব গভর্নরসের ক্ষমতা খর্ব করে সরকারের হাতে ন্যস্ত করার বিধান যুক্ত করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বিলটি উত্থাপন করেন সংসদকাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপাপ্ত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পরে বিলটি অধিকতর পরীক্ষানিরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ২০১৫ সালে প্রণয়ন করা বিদ্যমান আইনে সংশোধন এনে আইনে বিদ্যমান ‘স্বাধীন’ শব্দটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। আইনের ধারা ৪-এর উপধারা (৩)-এ রয়েছে, ‘আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ ও কার‌্যাবলি সম্পাদনের ক্ষেত্রে পিপিপি কর্তৃপক্ষ নিরপেক্ষ ও স্বাধীন হবে’। বিদ্যমান আইনে পিপিপি কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষমতাসহ সাংগঠনিক কাঠামো অনুমোদনের ক্ষমতা বোর্ড অব গভর্নরসের কাছে রয়েছে। সংশোধিত আইনে এসব ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত করার বিধান যুক্ত করা হয়েছে। একইভাবে সংশোধিত বিলে বিদ্যমান পিপিপি সম্পর্কিত নীতিমালা, প্রবিধি, নির্দেশনা প্রণয়ন ও অনুমোদনের সঙ্গে নতুন করে গাইডলাইন ও কার্যপ্রণালি প্রণয়নের বিধান যুক্ত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর