রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

দেশি বলে সোনালি মুরগি বিক্রি, স্বপ্নকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সোনালি প্রজাতির মুরগিকে দেশি মুরগি বলে বিক্রি ও চিনির বাড়তি দাম নেওয়ার অপরাধে সুপারশপ স্বপ্নকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ সুপারশপটির খুলশী আউটলেটে অভিযান চালিয়ে এই জরিমানা করেন। ফয়েজ উল্ল্যাহ জানান, স্বপ্ন সুপারশপে দেশি মুরগির সঙ্গে সোনালি মুরগি মিশিয়ে বিক্রি করছে এবং দেশি মুরগির দাম নিচ্ছে। এ ছাড়া সরকার নির্ধারিত চিনির দামের চেয়ে বাড়তি দাম রাখছে। তাই ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই অভিযানে খুলশীর ঝাউতলা বাজারের সোহাগ সওদাগরের মাংসের দোকানে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করার দায়ে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে অন্য একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর