রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানের বুদ্ধিজীবীরাই বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছেন : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মেনে নিতে পারেনি, তারাই বলে বাংলাদেশের চেয়ে পাকিস্তানই ভালো ছিল। পাকিস্তানের বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ ও বড় বড় নেতারা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছেন। তারা এখন বাংলাদেশ হতে চায়। আর বাংলাদেশে বিএনপি, স্বাধীনতাবিরোধী শক্তি, কিছু বুদ্ধিজীবী ও কিছু মিডিয়া বলে পাকিস্তানই ভালো ছিল। স্বাধীন বাংলাদেশ করে লাভ হয়নি। এরা দেশের শত্রু, পাকিস্তানের দালাল। গতকাল রাজধানীর জুরাইন রেলগেটে কদমতলী থানা আওয়ামী লীগ আয়োজিত গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি ডা. দিলীপ রায় প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর