রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মানুষের ভোগান্তির শেষ নেই : রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, মানুষের ভোগান্তির শেষ নেই। তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীতে বসবাসকারী অনেকেই এখন গ্রামের বাড়ি ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়তে শুরু করেছেন। এই উৎসব সামনে রেখে একটি অসাধু মহল গাড়ি ভাড়া বাড়িয়ে দেয়, গাড়ির ভিতরে ঠাসাঠাসি করে ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ বহন করে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ট্রেনে এবং বাসে টিকিট পাওয়াও সাধারণ যাত্রীদের জন্য অসাধ্য হয়ে দাঁড়ায়। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, অন্যদিকে ফাঁকা হয়ে যাওয়া ঢাকায় চুরি-ছিনতাই বেড়ে যায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তার জন্য তাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে, যেন কোনো অবস্থাতেই ঈদযাত্রীদের যাত্রা এবং নগরবাসীর নিরাপত্তা বিঘিœত না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রওশন এরশাদ বলেন, এসব বিষয়ে  এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর