সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

১৩ এপ্রিলের মধ্যে পোস্টার-বিলবোর্ড নিজ খরচে অপসারণের নির্দেশ

গাজীপুর সিটি নির্বাচন

গাজীপুর প্রতিনিধি

২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। ৫ এপ্রিল গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রতীক বরাদ্দের আগে ১৩ এপ্রিলের মধ্যে সিটি নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে লাগানো পোস্টার, ব্যানার, বিলবোর্ডসহ বিভিন্ন প্রচারপত্র স্ব-উদ্যোগে ও নিজ খরচে অপসারণ এবং দেয়ালে লিখন মুছে ফেলার জন্য শনিবার বিজ্ঞপ্তি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।  গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এন কামরুল হাসান বলেন, সিটি করপোরেশন (নির্বাচন আচরণবিধি) বিধিমালা, ২০১৬ এর ৫ বিধি অনুয়ায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোনো নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না। তথাপি গাজীপুর সিটির অধিকাংশ এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট লাগানো হয়েছে, দেয়ালে লিখনও দেখা যাচ্ছে। এ ধরনের কার্যক্রম সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। তিনি বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের পর দিন ৯ মে প্রতীক বরাদ্দ করা হবে। তাই ১৩ এপ্রিলের মধ্যে ওইসব নির্বাচনী প্রচারণামূলক বা শুভেচ্ছা জানিয়ে লাগানো পোস্টার, ব্যানার, স্টিকার, বিলবোর্ড, লিফলেট সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান কর্তৃক স্ব-উদ্যোগে ও নিজ খরচে অপসারণ এবং দেয়ালে লিখন মুছে ফেলার অনুরোধ জানিয়ে শনিবার নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম বিজ্ঞপ্তি জারি করেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর