শিরোনাম
সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
বদর দিবস সভায় নেতারা

বদরযুদ্ধ ন্যায় প্রতিষ্ঠার আপসহীন চেতনার বাতিঘর

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘বদর যুদ্ধের চেতনা ও মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে নেতারা বলেছেন, বদরের যুদ্ধ ছিল হক ও বাতিলের চূড়ান্ত লড়াই। এই যুদ্ধের মাধ্যমে হক ও বাতিল চিরদিনের জন্য পৃথক হয়ে যায়। বদর যুদ্ধ অন্যায়ের প্রতিরোধ ও ন্যায় প্রতিষ্ঠার আপসহীন চেতনার বাতিঘর। মুসলমানের উচিত বদরের চেতনা থেকে অন্যায়ের প্রতিরোধ ও ন্যায় প্রতিষ্ঠার আপসহীন দীক্ষা গ্রহণ করা। গতকাল পল্টনের ইকোনমিক্স রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নগর আমির মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মাদ রুহুল আমীন, মোস্তফা তারেকুল হাসান, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা জয়নুল আবেদীন, অধ্যাপক মাওলানা আবদুল জলিল, মাওলানা মো. আবু বকর সিদ্দিক।

বক্তারা বলেন, মক্কার জীবনে চরম নির্যাতনের মধ্যেও রসুলুল্লাহ (সা.) সঙ্গীদের নিয়ে বাতিলের সঙ্গে আপস করেননি। সীমাহীন ধৈর্যের মাধ্যমে নীরবে সব নির্যাতন সহ্য করেছেন। একপর্যায়ে মক্কা থেকে মদিনায় হিজরতের পর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সেই ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য মক্কার কাফেররা বদর প্রান্তরে এলে ইসলামী ইতিহাসের প্রথম সম্মুখযুদ্ধ ‘বদর যুদ্ধ’ সংঘটিত হয়। মুসলমানরা ইমানি পরীক্ষায় বিজয়ী হয়। কেয়ামত পর্যন্ত এ বিজয় মুসলমানদের জন্য অনুকরণীয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর