শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জাকাতের কাপড় ক্রয়ে আগ্রহ কম ধনীদের

নিজস্ব প্রতিবেদক, রংপুর

জাকাতের কাপড় ক্রয়ে আগ্রহ কম ধনীদের

এক সময় ধনী মানুষরা ঈদুল ফিতরের আগে জাকাতের শাড়ি-লুঙ্গি কেনার জন্য পাইকারি দোকানগুলোতে ভিড় করত। এবার কিছুটা ব্যতিক্রম। ঈদে জাকাতের কাপড়ে আগ্রহ কমেছে রংপুরের ধনীদের। প্রতি বছর ২০ রমজানের মধ্যে রংপুরে কয়েক কোটি টাকার জাকাতের কাপড় বিক্রি হলেও এবার অনেক ব্যবসায়ী জাকাতের কাপড় নিয়ে হাত গুটিয়ে বসে আছেন। বিগত বছরগুলোর তুলনায় ১০ ভাগের একভাগও বিক্রি হয়নি জাকাতের কাপড়। এর কারণ হিসেবে অনেকে মনে করছেন, শাড়ি-লুঙ্গির চেয়ে নগদ টাকায় আগ্রহ বেশি গরির মানুষদের। তাই ধনী ব্যক্তিরাও কাপড়ের পরিবর্তে জাকাত হিসেবে নগদ টাকা দিতে আগ্রহ বোধ করছেন। আবার অনেকে মনে করছেন, বিভিন্ন কারণে আয় কমে জাওয়ায় ধনীরা জাকাতের কাপড় ক্রয়ে অনিহা প্রকাশ করছেন। ফলে এবার এ অঞ্চলের ২ লাখ দরিদ্র মানুষ ঈদে জাকাতের নতুন কাপড় থেকে বঞ্চিত হবেন এমনটাই শঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, গোল্ডেন টাওয়ার বিপণী বিতান, রজনীগন্ধা, শাহ আমানত, সিটি প্লাজা, মতি প্লাজা বিপণী বিতানগুলো ছাড়া বড় বড় কাপড়ের দোকানে প্রতি বছর ১০-১২ কোটি টাকার জাকাতের কাপড় বিক্রি হতো। এবারের চিত্র একেবারে ভিন্ন। কোনো কোনো দোকানে জাকাতের কাপড় বেচাকেনা নেই বললেই চলে। জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী আবিদ হোসেন বলেন, ঈদ উপলক্ষে এ মার্কেটে শুধু রংপুরের মানুষ নয় দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, গাইবান্ধার  মানুষ ভিড় করত। জাকাতের কাপড়ও বিক্রি হতো বেশি। কিন্তু এবার বাইরের কোনো ক্রেতা নেই। পাশাপাশি জাকাতের কাপড়ের বিক্রিও কম। নগরীর জিএলরায় রোডের শেখ ব্রাদার্সের মালিক সামছুজোহা ডিএম বলেন, একজন জনপ্রতিনিধি প্রতি বছর তার কাছ থেকে কয়েক শ পিস জাকাতের কাপড় কিনতেন। এবার ওই জনপ্রতিনিধি কাপড়ের পরিবর্তে গরিব-দুঃখীদের নগদ টাকা দেবেন।

 তাই এবার তার আগাম আনা কয়েক শ পিস শাড়ি-লুঙ্গি অবিক্রিত থেকে যাবে বলে তিনি শঙ্কা প্রকাশ করছেন। তিনি বলেন, প্রতি বছর যাকাতের কাপড় যে পরিমাণ বিক্রি হতো এবার তার ১০ ভাগের একভাগে নেমে  এসেছে, বিক্রি নেই বললেই চলে। 

এ প্রসঙ্গে রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন জানান, শাড়ি-লুঙ্গির চেয়ে নগদ টাকা দিতে অনেকে স্বচ্ছন্দ বোধ করেন। এ ছাড়া আয় কমে যাওয়াতে যাকাতের কাপড় দিতে আগ্রহ প্রকাশ করছে না অনেক ধনী ব্যক্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর