মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

চাঁদা না দেওয়ায় কনস্ট্রাকশন কাজ বন্ধ

কুমিল্লা প্রতিনিধি

চাঁদা না দেওয়ায় কনস্ট্রাকশন কাজ বন্ধ

কুমিল্লার দাউদকান্দিতে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আলফা জুতার ফ্যাক্টরির ভবন নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালীর বিরুদ্ধে। উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা রায়পুরে অবস্থিত ফ্যাক্টরিটির কাজ গত ১৪ এপ্রিল থেকে বন্ধ আছে। ফ্যাক্টরি কর্তৃপক্ষ জানায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেনের নির্দেশে গত ১৩ এপ্রিল সন্ধ্যার পর রাজীব, শেখ সাহেব, সৌরভসহ স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও আওয়ামী লীগ কর্মী ২০-২৫ জন লোক নিয়ে পাঁচটি মোটরসাইকেল ও তিনটি প্রাইভেট কারে করে জুতার ফ্যাক্টরিতে আসেন। নাইটে কাজ চলা অবস্থায় মেইন গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা ফ্যাক্টরির শ্রমিক ও নাইট গার্ডদের মারধর করে কাজের যন্ত্রপাতি (হেকার ড্রিল, হেমার, রড কাটার মেশিন ইত্যাদি) এবং তিনটি মোবাইলসহ আনুমানিক ৭০ হাজার টাকার মালামাল নিয়ে চলে যান এবং চাঁদা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলে যান। প্রজেক্ট ইনচার্জ মো. রাসেল মোল্লা এবং স্টোরকিপার মো. ফারুক বিষয়টি জানার পর সাড়ে ৮টার দিকে মডেল থানার ওসির সঙ্গে কথা বলে পুলিশের সহায়তায় ফ্যাক্টরিতে আসেন। তদন্ত অফিসার রাজীব সাহা বিষয়টি তদন্ত করে ওসি আলমগীরকে জানান।

থানা থেকে আশ্বাস পেয়ে পরের দিন সকাল সাড়ে ৭টায় ফ্যাক্টরির ভবনের ঢালাইয়ের কাজ শুরু করলে বেলা ২টার দিকে শ্রমিক লীগ নেতা শেখ সাহেব ফের ২০-২৫ জন লোক নিয়ে ফ্যাক্টরিতে আসেন। চাঁদা না দিয়ে কাজ শুরু করায় তারা নির্মাণ শ্রমিকদের মারধর করে ফ্যাক্টরি থেকে বের করে দিয়ে মেইন গেটে তালা ঝুলিয়ে দেন। যাওয়ার সময় চাঁদা ছাড়া কাজ শুরু না করতে সিকিউরিটি গার্ড হালিম মিয়াকে বলে যান। ৫ লাখ টাকা চাঁদা না দিয়ে কাজটি আবার শুরু করলে ফ্যাক্টরির কর্মচারী এবং কনস্ট্রাকশন কাজের লোকদের হাত-পা ভেঙে দেওয়া হবে বলে শাসিয়ে যান। প্রজেক্ট ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, জুমার নামাজ শেষে ফ্যাক্টরিতে এসে বিষয়টি জানতে পারি। আতঙ্কে শ্রমিকরা কাজে আসতে চাইছে না। ফ্যাক্টরি ভবনের কনস্ট্রাকশন কাজ এখনো বন্ধ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর