মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ইলিয়াস নিখোঁজ, নিরন্তর অপেক্ষা পরিবারের

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

ইলিয়াস নিখোঁজ, নিরন্তর অপেক্ষা পরিবারের

নিখোঁজের পর থেকেই ইলিয়াস আলীর ফেরার অপেক্ষায় পরিবার। কেটে গেছে বছরের পর বছর। হয়নি নিখোঁজ রহস্যের কূলকিনারা। এ যেন নিরন্তর অপেক্ষা। তবু আশায় পথ চেয়ে পরিবার-স্বজন। রাজধানীর বনানী থেকে ২০১২ সালের ১৭ এপ্রিল মধ্যরাতে নিখোঁজ হন বিএনপির তখনকার সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার আলী। পরদিন মহাখালী সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় তার প্রাইভেটকার উদ্ধার করে পুলিশ। শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারের শীর্ষ ব্যক্তিদের কাছে ধরনা দেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ইলিয়াস আলীকে উদ্ধার দাবিতে হাই কোর্টে রিট পিটিশনও দায়ের করেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, নিখোঁজ ওই দুজনকে তারা তুলে নেয়নি।

এভাবেই অমীমাংসিত থেকে যায় ‘ইলিয়াস অন্তর্ধান রহস্য’।

এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস আলীর সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা এই প্রতিবেদককে বলেন, দীর্ঘ ১১ বছর ইলিয়াসের কোনো সন্ধান পাইনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্ধার তৎপরতা, হাই কোর্টে দায়ের করা রিটের কার্যক্রম কোনোটিই এখন চলমান নয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর