বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

জেলা বিএনপিতে ভাঙনের সুর ঘোষিত কমিটির বিরুদ্ধে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

জেলা বিএনপিতে ভাঙনের সুর ঘোষিত কমিটির বিরুদ্ধে ক্ষোভ

খুলনার পাঁচ উপজেলা ও দুই পৌরসভায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। ২৪ এপ্রিল জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী যৌথ স্বাক্ষরে এসব কমিটির অনুমোদন দেন। কিন্তু বিভিন্ন স্থানে ঘোষিত কমিটির বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে। এর মধ্যে দাকোপে চালনা পৌর শাখা ও পাইকগাছার পৌর বিএনপির সাবেক নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত কমিটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন। জানা যায়, দাকোপে চালনা পৌর শাখা কমিটিতে মো. মোজাফফর হোসেন শেখকে আহ্বায়ক ও আল-আমিন শেখকে সদস্যসচিব করে ৪১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। অভিযোগ রয়েছে, তৃণমূলের মতামত ছাড়াই পৌর শাখার সাবেক আহ্বায়ক শাকিল আহমেদ দিলুকে অব্যাহতি দিয়ে তাকে নতুন কমিটিতে ১ নম্বর সদস্য করা হয়েছে। গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ দিলু অভিযোগ করেন, বিগত দিনে চালনা পৌর বিএনপির আন্দোলন সংগ্রামে নতুন আহ্বায়ক মোজাফফর হোসেনের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। কমিটির অধিকাংশ সদস্যই পৌরসভার বাইরে থাকেন এবং সরকারি দলের সঙ্গে আঁতাত করে চলেন। তিনি বলেন, হঠাৎ করেই জেলা আহ্বায়ক ও সদস্যসচিব মনগড়া একটা কমিটি করে পাঠিয়ে দিয়েছেন। কারও চাপিয়ে দেওয়া কমিটি তৃণমূলে নেতা-কর্মীরা মানবেন না। নির্বাচনের মাধ্যমে কমিটি পুনর্গঠনের দাবি জানাচ্ছি। একইভাবে পাইকগাছা পৌর বিএনপিতে সেলিম রেজা লাকিকে আহ্বায়ক ও মোস্তফা মোড়লকে সদস্যসচিব করে ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্যবিলুপ্ত কমিটিতে আহ্বায়ক ছিলেন পাইকগাছা আইনজীবী সমিতির পাঁচবারের নির্বাচিত সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবদুস সাত্তার। সংবাদ সম্মেলনে বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক বলেন, তৃণমূল কর্মীদের কাছে নতুন কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবের গ্রহণযোগ্যতা নেই। মাঠ পর্যায়ে আন্দোলনে তাদের কোনো ভূমিকা নেই। তারা আগামী পাঁচ দিনের মধ্যে রাজনৈতিক কর্মীদের সমন্বয়ে ঘোষিত কমিটি পুনর্গঠনের দাবি জানান। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য জেলা আহ্বায়ক কমিটিকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন।

তবে এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান বলেন, কর্মিসভা ও সাংগঠনিক কমিটির প্রস্তাবের ভিত্তিতে ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, দাকোপের চালনা পৌরসভা কয়রা পাইকগাছা পৌরসভা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি এক মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করবে। তিনি বলেন, আহ্বায়ক কমিটি ঘোষণার আগে একাধিকবার কর্মিসভা করা হয়েছে, সবার মতামত নিয়েই এ কমিটি গঠন করা হয়েছে। তবে তাদের কার্যক্রমও সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর