সাঙ্গু গ্যাস ফিল্ডের গুরুত্বপূর্ণ মালামাল চোরচক্রের ১৬ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। তারা হলেন- নুরুল ইসলাম, মারুফ, সাদেক, তাসিব, সজীব, হামিদ, মফিজ, সোহেল, সোহরাব, বাবুল, মুন্না, তানভীর, তুহিন, বাবুল, সিদ্দিক ও জসিম। গতকাল সকালে বঙ্গোপসাগরের বহির্নোঙরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আবদুর রহমান জানান, ‘একটি চক্র দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগারের সাঙ্গু গ্যাস ফিল্ডের স্ট্রাকচার, পাইপসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে আসছিল। গতকাল বোট দিয়ে স্ট্রাকচার কাটার সময় এ চক্রের ১৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে গ্যাস কাটার ও সিলিন্ডারসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।