রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মিছিলে লোক জোগানো নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীতে ছাত্রলীগের মিছিলে লোক নেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে নগরীর ধোপাখলার বাঁশবাড়ি কলোনিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন ছাত্রলীগ কর্মী জয় (২০) ও আসফুন (২১)। অবস্থার অবনতি হওয়ায় গুলিবিদ্ধ ওই দুজনকে ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন জানান, গুলিবিদ্ধ জয়ের বাবা আবদুস সালাম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। স্থানীয়রা জানান, ছাত্রলীগের এক নেতার কর্মসূচিতে লোক নেওয়া কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রলীগ আহ্বায়ক শ্রাবণ ও ছাত্রলীগ কর্মী সাদমান গ্রুপের কর্মীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এর জেরে বৃহস্পতিবার বিকালে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। এ সময় কয়েকজন আহত হন। বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার রাতে বাঁশবাড়ি কলোনি বাজারে সালিশের আয়োজন করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন। সালিশ চলাকালে ওই দুই গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দেশি অস্ত্র, ককটেল বিস্ফোরণ ছাড়াও আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। এ ছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। কাউন্সিলর দেলোয়ার হোসেন জানান, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক অনির কর্মসূচিতে লোক নেওয়া কেন্দ্র করে বিরোধ তৈরি হয়। এ বিরোধ মীমাংসার জন্য সালিশ দরবার সংঘর্ষে রূপ দেয় উভয় পক্ষ। এ সময় আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর